<p>শুল্ক ফাঁকি, দলিল জালিয়াতি ও আন্ডার ইনভেয়সিংয়ের মাধ্যমে আনা বিএমডাব্লিউ ৭ সিরিজের ৭৪০ই মডেলের গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।</p> <p>বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করে কাস্টমস গোয়েন্দা।</p> <p>সংস্থাটির যুগ্ম পরিরিচালক মো. মাজেদুল হক জানান, ২০২০ সালে নাগোয়া করপোরেশন চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে বিএমডাব্লিউ ৫ সিরিজের ৫৩০ই মডেলের ঘোষণা দিয়ে ৭ সিরিজের ৭৪০ই মডেলের গাড়ি আমদানি করে। আমদানিকারকের এই প্রতারণার তথ্য পেয়ে অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে গতকাল বিকেলে গাড়িটি আটক করা হয়। বর্তমানে গাড়িটি ঢাকা কাস্টমের গুদামে রাখা হয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর : চট্ট মেট্রো-গ-১৪-১৭৪৫, চেসিস নম্বর: WBA7D02080B072243।</p> <p>তিনি বলেন, এই গাড়ি আমদানির সঙ্গে শুল্ক ফাঁকি, দলিল জালিয়াতি ও আন্ডার ইনভেয়সিং করা হয়েছে। আটক গাড়ির বিষয়ে অনুসন্ধান চলছে। কাস্টমস আইন ২০২৩-এর ১৮, ৩৩, ৯০, ১২৬ ধারা লঙ্ঘনের পাশাপাশি একই আইন অনুযায়ী এই অপরাধ চোরাচালান হিসেবে গণ্য।</p>