<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারাটেক্স ফ্যাশন লিমিটিড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার সকালে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে কারখানার সামনে বিক্ষোভ করেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় খাঁপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় শ্রমিকরা বলেন, দুই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তাঁরা। মালিক পক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়ে তা পরিশোধ করছে না। এদিকে পাওনা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। বাড়ির মালিক, দোকানদারদের চাপে বেসামাল পরিস্থিতির মধ্যে পড়েছেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই অবস্থায় বাধ্য হয়ে মহাসড়কে নেমেছেন আন্দোলনরত শ্রমিকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে।</span></span></span></span></span></p>