<p>অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অহরহ ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে উপদেষ্টা হওয়ার জন্য তার আগ্রহ নেই বলে জানিয়েছেন।</p> <p>হিরো আলম বলেন, কেউ আমাকে যদি সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। ইতোমধ্যে অহরহ কল আসছে। বলছে আমরা উপদেষ্টা হিসেবে আপানাকে দেখতে চাই।</p> <p>সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি।</p> <p>‘হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন দাবি তোলা হচ্ছে জানিয়ে হিরো আলম বলে, গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন। আমাকে নিয়ে পোস্ট করে বলা হচ্ছে, মোস্তফা সরয়ার ফারুকীর চেয়ে হিরো আলম অনেক ভালো আছে। ফারুকী যদি হতে পারে, হিরো আলম কী দোষ করল?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘বাটপার’ স্লোগানটি নাহিদের উদ্দেশে দেননি শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731499753-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘বাটপার’ স্লোগানটি নাহিদের উদ্দেশে দেননি শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446222" target="_blank"> </a></div> </div> <p>হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। এগুলোই তো জনগণ চায়। ফারুকী ভাই কী হিসেবে উপদেষ্টা হলেন? প্রশ্ন রাখেন হিরো আলম।</p> <p>তিনি বলেন, ভিপি নুর (নুরুল হক নুর) ভাই, আন্দালিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী এ রকম আরো যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে (উপদেষ্টা) হতে পারতেন।</p> <p>তিনি বলেন, দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে (ফারুকী) আমি এক পোঁটলা মুড়ি নিয়ে গিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটা লোক বিপদে পড়লে তাদের প্রতিবাদমূলক কথা বলতে দেখিনি। কারণ তারা জানেন যদি দেশের মানুষের জন্য কথা বলেন, তাহলে তাদের নাটক-সিনেমা বন্ধ করে দেবে।</p> <p>বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে হিরো আলম বলেন, আজ পাঁচ বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পেটাচ্ছে। না হলে জেলখানায় ভরছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপিকে পেটাচ্ছে, জেলে ভরছে। তাহলে রাজনীতি যারা করেন তাদের ভবিষ্যৎ কী? তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা হয়ে গেছে।</p>