<p>মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর। </p> <p>আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে একথা বলেন তিনি।</p> <p>ফরিদা আক্তার বলেন, ‘ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। তবে এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয়। জুলাই-আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট। কারণ আহতদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের ত্যাগের কারণেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আমরা আবারও তাদের সাথে বসব।‌ আশা করছি সেখানে একটি ভালো সমাধান আসবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেন সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় ছিলেন আইয়ুবুর, জানালেন নিজেই" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731575834-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেন সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় ছিলেন আইয়ুবুর, জানালেন নিজেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446550" target="_blank"> </a></div> </div> <p>এর আগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আক্তার বলেন, ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটকে আরো জনসম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। শুধু টেলিভিশনে প্রচার প্রচারণায় সীমাবদ্ধ না থেকে, প্রান্তিক পর্যায়ে কৃষকরা যেন সুবিধা ভোগ করতে পারে তার সুব্যবস্থা করতে হবে।’</p> <p>সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বিএলআরআই-এর বিভিন্ন গবেষণা প্রকল্প ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাজতখানায় বসে টাকা হাতবদল : কনস্টেবল বরখাস্ত, ওসিসহ ৩ জনকে শোকজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731573681-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাজতখানায় বসে টাকা হাতবদল : কনস্টেবল বরখাস্ত, ওসিসহ ৩ জনকে শোকজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446538" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানের শুরুতে মতবিনিময়সভায় প্রতিষ্ঠানের গবেষণার সফলতা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন বিএলআরআই এর নব নিযুক্ত মহাপরিচালক ড. শাকিলা ফারুক। প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। এ ছাড়া আয়োজিত অনুষ্ঠানে বিএলআরআই এর ১৪৪ জন বিজ্ঞানীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িয়ে পাওয়া ইঁদুরের ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731563390-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িয়ে পাওয়া ইঁদুরের ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446500" target="_blank"> </a></div> </div>