<p>গাজীপুরের কালিয়াকৈরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হওয়া কাভার্ড ভ্যান ভর্তি কম্বলসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) গ্রেপ্তারকৃত তিন ডাকাতকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৩০ অক্টোবর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কম্বলভর্তি কাভার্ড ভ্যান ডাকাতি করে নিয়ে যান ডাকাতদলের সদস্যরা। </p> <p>গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের ফোরকান খানের ছেলে মো. রব্বানী (২৭), শরীয়তপুর জেলার গোসাইরহাট  উপজেলার হাওলাদার কান্দি গ্রামের মোন্নাফ আলীর ছেলে রিফাত হোসেন (২২) ও বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে মজিব গাজী (২৪)। এর আগে পুলিশ একই ঘটনায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে রুবেল মিয়া, বাপ্পি হোসেন, বিল্লাল নামের তিনজনকে গ্রেপ্তার করে।</p> <p>পুলিশ জানায়, গত ৩০অক্টোবর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত একটি কার্ভাড ভ্যান থামায়। ওই কার্ভাড ভ্যানের চালক আলম মিয়াকে নামিয়ে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাসে তুলে নিয়ে কাভার্ড ভ্যানটি তারা নিয়ন্ত্রণে নেয়। পরে চালক আলম মিয়াকে উপজেলার কালিয়াকৈর-নবীনগর সড়কের নন্দনপার্কের পাশে ফেলে দিয়ে কম্বলভর্তি কাভার্ড ভ্যানটি নিয়ে চলে যায়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আলম মিয়া ৩১ অক্টোবর সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম রাতে গ্রেপ্তার দিনে জামিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730120574-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম রাতে গ্রেপ্তার দিনে জামিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440119" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ আরো জানায়, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গত ১ নভেম্বর  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা থেকে রুবেল মিয়া, বাপ্পি হোসেন, বিল্লাল নামের তিনজনকে গ্রেপ্তার করেন। পুলিশ গ্রেপ্তারকৃত তিনজনকে তিন দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তাদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার রাতে থানা পুলিশ মিরপুরের পল্লবী এলাকা থেকে  ১৬৫ পিস কম্বলসহ কাভার্ড ভ্যানটি উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো তিনজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।</p> <p>কালিয়াকৈর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ডিবি পুলিশ পরিচয়ে কম্বলভর্তি কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় একটি মামলা করা হয়েছে। সেই মামলায় দুই দফায় কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ছয় সড়ক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। লুণ্ঠিত মালামালের মধ্যে ১৫৬টি কম্বল ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।</p>