<p>গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার অভিযানে দুর্বৃত্তের হামলায় উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) সাতজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ তিনটি গাড়ি ও দুটি এক্সকাভেটর ভাঙচুর করা হয়। হামলায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।</p> <p>বন বিভাগ সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদের নেতৃত্বে যৌথ বাহিনীর সহায়তায় মঙ্গলবার সকাল থেকে বনভূমি উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ। দুপুর পর্যন্ত কাফিলাতলী এলাকায় বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ইজ্জতপুর বাজারের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উচ্ছৃঙ্খল একদল গ্রামবাসী পেছন থেকে হামলা চালিয়ে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে। ঢাকা বিভাগীয় সহকারী বনসংরক্ষক (এসিএফ) শামসুল আরেফীন জানান, বিকেল প্রায় পৌনে ৪টার দিকে অভিযান শেষে ফেরার পথে দখলকারীরা পেছন থেকে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, দখলকারীরা তিনটি গাড়ি, দুটি এক্সকাভেটরে ভাঙচুর চালায়।</p> <p>উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, ‘অভিযানের শেষ দিকে একটি জমির মালিকানা রেলওয়ের  বলে দাবি করে স্থানীয় কিছু বাসিন্দা। পরে ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা না ভেঙে ফেরার পথে ওই জমিতে থাকা দোকান ও বসতঘরের মালিকদের ওপর হামলা চালায়।’</p>