<p>দেশকে অস্থিতিশীল করতে সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।</p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান দেশবাসীরা কাছে।</p> <p>ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, 'সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোন উসকানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।'</p> <p>ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিনি দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামের ঘটনা নিয়ে শিবির সভাপতির স্ট্যাটাস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732630661-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামের ঘটনা নিয়ে শিবির সভাপতির স্ট্যাটাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/26/1450926" target="_blank"> </a></div> </div> <p>ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছে তার অনুসারীরা। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে মিশ্র প্রতিক্রিয়া।</p> <p>এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, শিবির সভাপতিসহ রাজনৈতিক ব্যক্তিরাও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। </p>