<p style="text-align:justify">ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">বিকেল পৌনে ৫টায় মহাসড়কের দুই অংশই অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ১৫ মিনিট পর সড়ক ছেড়ে দেন তারা।</p> <p style="text-align:justify">মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুকান্ত বর্মণ বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে, শুধু রাজনৈতিক হিন্দুদের ওপর হামলা হয়েছে। কিন্তু বাস্তবে অরাজনৈতিক হিন্দুদের ওপরও হামলা করা হয়েছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমরা যখনই আমাদের অধিকার আদায়ের কথা বলি, তখনই আমাদের কোনো একটি বিশেষ দেশের দালাল বলা হয়। আমরা যখনই আন্দোলন করেছি আমাদের বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। আমরা কোনো দেশের দালাল না। এ দেশের সনাতনীরা সারা জীবনের জন্য এ দেশে থাকতে চায়। আমরা যখন চিন্ময় দাসের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি তখনই এ দেশের প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে।’</p>