<p>টাঙ্গাইলের মির্জাপুরে পুরাতন ভাটার কাগজ দিয়ে অবৈধ নতুন ইটভাটায় বিদ্যুতের সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি মৌসুমে এ উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নের ফসলি জমিতে অবৈধ ৭টি ইটভাটা চালু করা হয়েছে বলে জানা গেছে। আর এই ৭ ইটভাটায় পুরাতন ইটভাটার কাগজপত্র দিয়ে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, এই অনিয়মের সঙ্গে ভাটা মালিকরা ছাড়াও পল্লী বিদ্যুৎ মির্জাপুর অফিসের কর্মকর্তারাও জড়িত।</p> <p>চলতি মৌসুমে চালু হওয়া অবৈধ ইটভাটাগুলো হলো উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আরবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, বাটা ব্রিকস, চান্দুলিয়া গ্রামের এইচইউবি ব্রিকস, গোড়াই ইউনিয়নের দেওহাটা মল্লিকপাড়া গ্রামের সনি ব্রিকস, পাথালিয়াপাড়া গ্রামের বিএন্ডবি ব্রিকস, দেওহাটা ও বাইমহাটী গ্রামের রান ব্রিকস।</p> <p>উপজেলায় ১০৭টি ইটভাটা থাকার পরও নতুন এই ৭টি ভাটা চালু করা হচ্ছে। প্রত্যেক ইটভাটায় ১৪ থেকে ২০ একর তিন ফসলের আবাদি জমি ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।</p> <p>জানা গেছে, এসব ইটভাটা বনের ভেতরে, নদীর পাড় দখল করে, বিদ্যালয়ের পাশে এবং তিন ফসলের জমির ওপর তৈরি করা হয়েছে। এর মধ্যে ৪৫টি ভাটার পরিবেশের ছাড়পত্র থাকলেও বাকি ৬৯টির কোনো ছাড়পত্র নেই। চলতি মৌসুমে নতুন যে ৭টি ইটভাটা চালু করা হয়েছে তাদের পুরাতন ইটভাটা রয়েছে। পুরাতন ইটভাটার কাগজপত্র দিয়ে বিদ্যুৎ সংযোগ পেতে পল্লী বিদ্যুৎ মির্জাপুর অফিসে আবেদন করেন মালিকপক্ষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টাঙ্গাইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732013592-f8231764f830cc9b009872f26e880de9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টাঙ্গাইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448365" target="_blank"> </a></div> </div> <p>এই আবেদনের প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ মির্জাপুর অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার সরকার সরজমিন পরিদর্শন শেষে লাইন প্রাপ্তির সুপারিশ করেন। এরপর তিনি ফাইলে এজিএম ও ডিজিএম এর স্বাক্ষর নিয়ে টাঙ্গাইল কারিগরিতে পাঠান। সেখান থেকে অনুমোদন হয়ে ঠিকাদারের মাধ্যমে খুঁটি ও ট্রান্সফরমার স্থাপন কাজ শুরু হয়। তবে পুরাতন ইটভাটার কাগজ দিয়ে লাইন অনুমোদন হলেও পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে নতুন ভাটায় সংযোগ দেওয়া হচ্ছে।</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটা মালিক বলেছেন, ‘পত্রিকায় সংবাদ এলে কর্মকর্তাদের পকেট ভারী হবে। সংবাদের অজুহাতে তারা মোটা অঙ্কের টাকার দাবি করবেন। তবে ভাটা বন্ধ হবে না।’</p> <p>তারা আরো জানান, ইটভাটার ছাড়পত্র দেওয়া বন্ধ রয়েছে। এর মধ্যেও অন্য ভাটার কাগজ দিয়ে নতুন ভাটায় বিদ্যুৎ সংযোগ নেওয়া জালিয়াতি। বিষয়টি খতিয়ে দেখারও দাবি জানান তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মির্জাপুরে আইন মানছেন না ভাটা মালিকরা, এ বছরও নতুন ৭ ইটভাটা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731583472-ae566253288191ce5d879e51dae1d8c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মির্জাপুরে আইন মানছেন না ভাটা মালিকরা, এ বছরও নতুন ৭ ইটভাটা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446602" target="_blank"> </a></div> </div> <p>বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ মির্জাপুর অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার সরকারের কাছে ফোন করা হলে তিনি টাঙ্গাইলে আছেন, পরে কথা বলবেন বলে ফোনকল কেটে দেন। </p> <p>পল্লী বিদ্যুৎ মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, পুরাতন ভাটার নবায়ণকৃত ছাড়পত্র দিয়ে ভাটা মালিকরা সংযোগের আবেদন করেছেন। ওই সংযোগ নতুন ভাটায় দেওয়া হয়েছে, বিষয়টি আমার জানা ছিল না। এ কারণে দুটি ভাটার সংযোগ আটকে দেওয়া হয়েছে। অন্য ভাটার বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। </p> <p>পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, ‘এ উপজেলায় নতুন ৭টিসহ ১১৪টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে ৪৫টি ভাটার ছাড়পত্র থাকলেও ৬৯টির ছাড়পত্র নেই। এসব ভাটার অধিকাংশ মালিক উচ্চ আদালতে রিট করেছেন বলে জানতে পেরেছি। নতুন ৭ ইটভাটার তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব ভাটায় অভিযান পরিচালনার জন্য তথ্যসহ সুপারিশ করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইটভাটার দূষণ: আশপাশে বসবাসকারীদের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/03/20/1710934498-5b8225163883ea35d58a1687bd90c623.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইটভাটার দূষণ: আশপাশে বসবাসকারীদের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/03/20/1373145" target="_blank"> </a></div> </div> <p>রিটের আদেশ কিংবা শুনানি হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’</p>