<p>রাশিয়া এক ব্রিটিশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করেছে। পাশাপাশি দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। </p> <p>সংবাদ সংস্থা তাস রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূতকেও তলব করেছে। ভিডিওতে ব্রিটিশ রাষ্ট্রদূতের গাড়ি মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। </p> <p>এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।</p> <p>রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মতে, রাশিয়ার ফেডারেল নিরাপত্তা সংস্থা (এফএসবি) ওই কূটনীতিকের বিরুদ্ধে তার নথিতে মিথ্যা তথ্য প্রদান এবং গুপ্তচরবৃত্তি ও নাশকতা কর্মকাণ্ড চালানোর অভিযোগ এনেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউক্রেনকে মাইন সরবরাহের মার্কিন সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/25/1732545177-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউক্রেনকে মাইন সরবরাহের মার্কিন সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/25/1450548" target="_blank"> </a></div> </div> <p>দেশটির টেলিভিশন চ্যানেলের বুলেটিনে কূটনীতিকের ছবি দেখানো হয়েছে উল্লেখ করে সংবাদ সংস্থাগুলো আরো জানিয়েছে, তিনি আগস্টে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার হওয়া ছয় ব্রিটিশ কূটনীতিকের একজনের জায়গায় নিয়োগ পেয়েছিলেন। </p> <p>বিবিসির তথ্য অনুসারে, ব্রিটেন ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। গত সপ্তাহে জানা যায়, ব্রিটেন প্রথমবারের মতো ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে তাদের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পদক্ষেপ এবং রাশিয়ার অভ্যন্তরে মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখ করে ইউক্রেনের দিনিপ্রো শহরে গত বৃহস্পতিবার একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্ত নেন। </p> <p>এদিকে যুদ্ধ শুরুর পর থেকে কূটনীতিকদের বহিষ্কার একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এই বছর শুরুতে ব্রিটিশ কূটনীতিক ক্যাপ্টেন অ্যাড্রিয়ান কোগহিলকে রাশিয়া ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তার কয়েক দিন আগে লন্ডনে রাশিয়ার প্রতিরক্ষাসংক্রান্ত সংযুক্তি কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়।</p>