<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেনের ছোড়া আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধের অগ্রগতি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ায় ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নিযুক্ত জ্যেষ্ঠ এক সেনা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে রাশিয়া। রুশপন্থী ব্লগার (যুদ্ধবিষয়ক) এবং রুশ সংবাদমাধ্যম সূত্রে এমন খবর জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ যখন যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তখনই এমন খবর সামনে এলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করা এক ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা রুশ বাহিনীর হাতে ধরা পড়েছে। ওই অঞ্চল এখনো আংশিক কিয়েভ বাহিনীর নিয়ন্ত্রণে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে। গত রবিবার প্রকাশিত প্রতিবেদনে ওই কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধরা পড়া ব্যক্তি গ্রেট ব্রিটেনের ভাড়াটে যোদ্ধা। তিনি নিজের নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>