<p>চট্টগ্রামের পটিয়ায় ৩১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। এসব ভারতীয় চোরাই চিনি সিলেট থেকে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে পটিয়ায় আনা হয়েছিল। </p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী মাতৃভাণ্ডার এলাকায় খালাসের অপেক্ষায় থাকা ৩১০ বস্তা চিনিসহ ডাম্পট্রাকটি জব্দ করে পটিয়া থানা পুলিশ।</p> <p>আটককৃতরা হলেন বোয়ালখালী উপজেলার করলডেঙা ইউনিয়নের আহাল্লা এলাকার মো. হোসেনের পুত্র মো. রহমত উল্যাহ (৪৭), পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার ফজলুল হকের ছেলে মো. রেজাউল হক (৩২) এবং সিলেট জেলার শাহপরান থানার খাদিমনগর ইউনিয়নের আবুল মিয়ার ছেলে মো. রুবেল আহাম্মদ (৩৮)।</p> <p>পটিয়া থানা পুলিশ জানায়, গোপন সূত্রে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম জানতে পারে সিলেট থেকে কর ফাঁকি দিয়ে বেশ কিছু ভারতীয় চোরাই চিনি পটিয়ার খানমমোহনা এলাকায় নিয়ে আসা হয়েছে। ওই এলাকার রেজাউল হক বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব চিনি নিয়ে আসেন। পরে পটিয়া থানা পুলিশের একটি টিম পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদণ্ডী মাতৃভাণ্ডার এলাকা থেকে ৩১০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একটি ডাম্প ট্রাক জব্দ করে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ৩১০ বস্তা ভারতীয় চিনির ওজন ১৫ হাজার ৫০০ কেজি। যার বাজারমূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। আটককৃত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘স্বৈরাচার পালালেও তাদের লেজ রেখে গেছে, তারা ষড়যন্ত্র করছে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732630176-6b735b1150cc110d4f99710b602afdae.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘স্বৈরাচার পালালেও তাদের লেজ রেখে গেছে, তারা ষড়যন্ত্র করছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450923" target="_blank"> </a></div> </div> <p>পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব চিনির বস্তা ও ট্রাক জব্দ করা হয়। ভারতীয় এসব চোরাই চিনি কর ফাঁকি দিয়ে সিলেট থেকে পটিয়ায় নিয়ে আসা হয়।</p>