<p>সুন্দরবনে কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে কাঁকড়া আহরণকারী এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সারা দিন খুঁজেও তার সন্ধান পাননি বন বিভাগ ও নৌ পুলিশের সদস্যরা। </p> <p>নুরুল ইসলাম (৪৮) উত্তর বেদকাশি ইউনিয়নের শেখ সরদারপাড়া গ্রামের জব্বার শেখের ছেলে।</p> <p>সোমবার গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজা টহল ফাঁড়ির ঝপঝুপিয়া নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে তার সহকর্মী জাকির হোসেন সাঁতরে নদীর কিনারায় উঠতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।</p> <p>বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, রাতের আধারে কার্গো জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাদের নৌকা ডুবে যায়। নৌকায় দুজন জেলের একজন নদীর কিনারায় ওঠেন। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। আরেক জেলে এখনো নিখোঁজ।</p> <p>কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ বলেন, নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, নিখোঁজ জেলের সন্ধান পেতে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।</p>