<p>পাবনার আটঘরিয়ায় পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং পরিবেশের ক্ষতিসাধন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তাদের এই জরিমানা করা হয়।</p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআইর গোপন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। এ সময় পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।</p> <p>পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জানান, চকচৌকিবাড়ী পরানপুর গ্রামে জয়া কোম্পানি লিমিটেড এবং বেলদহ গ্রামে ক্যাপ্টেন চারকোল লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে কয়েক বছর ধরে বিপুল পরিমাণ পাটকাঠি পুড়িয়ে পরিবেশের ক্ষতিসাধন করেছে। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানেরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন ছিল না।</p> <p>ভ্রাম্যমাণ আদালত জয়া কোম্পানি লিমিটেডকে ১০ হাজার টাকা এবং ক্যাপ্টেন চারকোল লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। সেইসঙ্গে বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।</p>