<p>সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-কে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।</p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত যায়। এসময় তারা ঢাকা পাবনা মহাসড়কের সামনে কিছু সময় অবস্থান করে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে। এরপর ক্যাম্পাসের প্রধান ফটক থেকে তারা পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফিরে আসেন।</p> <p>এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ১, ২, ৩, ৪ ইসকন তুই বাংলা ছাড়, ভারতীয় দালালরা-হুঁশিয়ার সাবধান, উগ্রবাদী হিন্দু হুঁশিয়ার সাবধান, একটা একটা ইসকন ধর, ধইরা ধইরা জবাই কর, ইসকনের পিঠের চামড়া তুলে নেব আমর’ এসব স্লোগানগুলো দেন।</p> <p>বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বলেন, ‘উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাংলাদেশে এ সংগঠন কোনো বাধা ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকাল ইসকনের এক নেতাকে গ্রেপ্তারের পর থেকে তারা দেশে অরাজকতা শুরু করেছে। আজকে চট্টগ্রামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তার জন্য এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। না হলে এরা দেশের হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে।’</p> <p>বিক্ষোভ সমাবেশে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা মুন, বাংলা বিভাগের শিক্ষার্থী কাওসার আলম এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মোরসালিন বক্তব্য দেন।</p> <p>এ বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক প্রায় দুই শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।</p>