<p>চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও বিচার, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশে নিষিদ্ধ এবং ১৯৭২ সালের দালালি আইন নতুন করে প্রণয়ন করার তিন দফা দাবি জানান।</p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কলেজ গেট, পুরাতন গণভবন হয়ে আবার সেকেন্ড গেটে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।</p> <p>এ সময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদুল ইসলাম আশিক বলেন, এই সমস্ত সংগঠনগুলো এনজিওর নামে দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। দেশ বা রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো সংগঠন কিংবা যেকোনো ব্যক্তি যে-ই দাঁড়াক না কেন, এ দেশের ছাত্রসমাজ সর্বোপরি তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপারে আমরা কোনো ধর্ম কিংবা কোনো জাতি কিংবা কোনো ব্যক্তি কারো সঙ্গে কোনো পরিমাণ আপস করতে রাজি না।</p> <p>প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ সময় হামলায় ওই আইনজীবী নিহত হন।</p>