<p>বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের ভেতরের-বাইরের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।</p> <p>লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে দেশের বাইরের এবং দেশের ভেতরের দু-একটি পার্টি আছে, তাদের ইন্ধন থাকতে পারে। এ ছাড়া যাদের ব্যান (নিষিদ্ধ) করা হয়েছে, তাদের থেকেও হয়তো কিছুটা ইন্ধন আছে।</p> <p>সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত জেলার প্রশাসনিক ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময়সভা শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p>ঢাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব কিছুর পেছনে ইন্ধন বিষয়টি তিনি বলতে চাচ্ছেন না। ওই পরিস্থিতি নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা হয়েছে। সেটার ফলপ্রসূ সমাধান হয়েছে।</p> <p>প্রতিহিংসামূলক মামলা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটা শতভাগ সত্য কথা, অনেক ভুয়া মামলা করা হয়েছে। ভুয়া মামলা দিয়ে অনেকে টাকা-পয়সা রোজগারও করেছেন। কিন্তু ভুয়া মামলায় নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ভুয়া মামলা দিচ্ছেন, তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা হয়েছে। পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও লিগ্যাল এইড কর্মকর্তা নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা এটা দেখবেন। মামলাগুলোর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, সেটি দেখা হবে।</p> <p>আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, এখনো লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি। তাই উদ্ধার অভিযান এখনো বন্ধ হয়নি। অস্ত্রগুলো বাইরে থাকলে কিছুটা হুমকি থাকে। ৮ আগস্ট-পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গত ৬, ৭ ও ৮ আগস্টের চেয়ে এখন দেশের আইন-শৃঙ্খলার অবস্থা অনেক উন্নত হয়েছে। আরো উন্নতি হওয়ার অবকাশ আছে। এ জন্য সবার সহযোগিতা দরকার।</p> <p>সুনামগঞ্জ প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যারা আন্দোলন করছে, সেই ছাত্ররা আমাদের ভাই। আমরা কিভাবে তাদের ওপর কঠোর হই? আমরা চাই না আমাদের ভাইদের কঠোর হাতে দমন করতে।’ গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।</p> <p>দুই উপদেষ্টার সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী প্রমুখ।</p> <p>শান্ত ও সতর্ক থাকার অনুরোধ ছাত্রনেতাদের : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যার ঘটনায় দেশবাসীকে শান্ত ও সতর্ক থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।</p> <p>গতকাল উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পৃথক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।</p> <p>চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মাহফুজ আলম বলেন, ‘গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই সব রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে।’</p> <p>সাধারণ মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।’</p> <p>গতকাল সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘ধর্মকে টুল (হাতিয়ার) হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তবে সেসব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যিনিই জড়িত থাকুক না কেন, খুনের সর্বোচ্চ শাস্তি চাই।’</p> <p>আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ : আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার ব্যানারে শিক্ষার্থীরা। গত রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।</p> <p>বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’</p> <p>গত রাতে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চও বিক্ষোভ করে।</p> <p>ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ : চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী নিহতের প্রতিবাদে, সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গত রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল করে। ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকের মোড় থেকে শুরু করে পল্টন ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।</p> <p>সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত কয়েক দিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা দেখছি, কোনোভাবেই সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।’</p>