<p>প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাপ্রাপ্তি সহজ করতে প্রবাসের আবেদন প্রবাসেই যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সমপ্রতি নির্বাচন কমিশন কর্মকর্তাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p> <p>ইসি সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে প্রবাসীরা এনআইডি নেওয়ার জন্য আবেদন করলে, সেই আবেদনের তথ্য স্থায়ী ঠিকানায় তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদনে দেওয়া তথ্যের সত্যতা মিললে এনআইডি মুদ্রণ করে তা সংশ্লিষ্ট দেশে বিতরণের জন্য দূতাবাসে পাঠানো হয়। সেখান থেকে আবেদনকারী তার এনআইডি গ্রহণ করেন। এই প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই প্রবাসেই আবেদন যাচাই-বাছাই করে এনআইডি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইসিসচিব শফিউল আজিম এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনআইডি মহাপরিচালকে লিখিত নির্দেশনা দিয়েছেন।</p>