<p>জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘আমরা যখন শহীদ পরিবার ও সহযোদ্ধাদের ফাইল নিয়ে সচিবালয়ে যাই, তখন আমাদের টেবিলে টেবিলে গিয়ে দাঁড়াতে হয়। রাষ্ট্রকাঠামোতে এখনো এমন অনেকে আছে, যারা চায় না এই অভ্যুত্থান টিকে থাকুক।’</p> <p>বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ ব্যক্তিদের পরিবারকে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।</p> <p>সারজিস আলম বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখনো বিভিন্ন জায়গায় ব্যত্যয় দেখি। কারণ গত ১৬ বছরে এই সুবিধাভোগীরা ছিল। এখনো তারা বিভিন্ন চেহারায়, বিভিন্ন রূপে ঘাপটি মেরে আছে। না হয় গিরগিটির মতো রূপ পাল্টে রয়েছে।</p>