<p>সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধান সংস্কারে সব বয়সীদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই লক্ষ্যে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালাবে কমিশন। জরিপে গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সব শ্রেণি-পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে।</p> <p>গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এসব কথা জানান। তিনি আরো বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে কমিশন এরই মধ্যে ২৮টি সংগঠন, সুধীসমাজের ২৩ জন প্রতিনিধি, পাঁচজন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তবিদের সঙ্গে মত বিনিময় করেছে। এ ছাড়া বিবিএসের মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে।</p> <p>সংবিধান সংস্কারবিষয়ক বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন। এ ছাড়া ২৮টি সংগঠন ও ৪৭ হাজার মানুষ সংস্কার কমিটির কাছে তাদের প্রস্তাবনা জমা দিয়েছেন।</p>