<p>বাংলাদেশের সংবিধান সংস্কারে একগুচ্ছ প্রস্তাব জানিয়েছে সংখ্যালঘুরা। তাদের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গত রবিবার রাতে কমিশনের অনলাইন পোর্টালে এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। প্রস্তাবে বলা হয়, বর্তমান সংবিধানে রাষ্ট্রধর্ম নিয়ে যে অনুচ্ছেদ রয়েছে তা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। এই অনুচ্ছেদটি সংবিধানের মূল প্রস্তাবের ‘সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার’ নিশ্চিত করার সম্পূর্ণ পরিপন্থী ও সাংঘর্ষিক, যা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করে।</p>