<p>অন্তর্বর্তী সরকার অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়লে জনগণ এই সরকারকে সফল মনে করবে।</p> <p>গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।</p> <p>প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোনো কোনো জায়গায় ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছেন, সংস্কার শেষ করে নির্বাচন দেবেন। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই সরকার অতি দ্রুত রোডম্যাপ দেবে। তাদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটি সময় নির্ধারণ করা।’</p> <p>বিএনপির এই নেতা বলেন, ‘সে জন্য আমরা বলছি, নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। তাহলে জনগণ এই সরকারের প্রতি আশ্বস্ত হবে। অন্তর্বর্তী সরকার যদি সম্মানের সঙ্গে বিদায় নিতে চায়, তাহলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অর্থাৎ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’</p>