<p>যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের দক্ষতা উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা। তারা শিক্ষায় আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানিয়েছেন।</p> <p>গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির ঢাকা আহছানিয়া মিশন (ডাম) কার্যালয়ে ডামের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির শ্রেষ্ঠ ইউসিএলসি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনরা। ডামের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও ব্যুরোর পরিচালক আসিফ মাহমুদ। এতে বক্তব্য দেন দাতা সংস্থার আলোকন ট্রাস্টের চেয়ারম্যান ড. মো. ইউসুফ আলি মোল্লা, ডামের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাজী শরীফুল আলম, নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল, ডাম শিক্ষা সেক্টরের জয়েন্ট ডিরেক্টর মো. মনিরুজ্জামান প্রমুখ।</p> <p>অনুষ্ঠানে বস্তির শিশুদের জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, এবারে শ্রেষ্ঠ ইউসিএলসির সম্মাননা ২০২৪ অর্জন করেছে কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর কর্ম এলাকার ধ্রুবতারা ইউসিএলসি। এ ছাড়া ডাম শিক্ষা সেক্টরের তিনটি উপানুষ্ঠানিক শিক্ষা কম্পোনেন্ট থেকে শ্রেষ্ঠ শিক্ষক ২০২৪ নির্বাচিত হয়েছে। উপানুষ্ঠানিক প্রাক-প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষক-২০২৪ অর্জন করেছেন কাপ-আপ প্রকল্পের মোহাম্মদপুর আনন্দধারা ইউসিএলসির শিক্ষিকা পারভীন আক্তার। শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক-২০২৪ অর্জন করেছেন কাপ-আপ প্রকল্পের মিরপুর এভিনিউ-৫ সিএলসির শিক্ষিকা সুফিয়া আক্তার।</p>