<p>আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে চব্বিশের ছাত্র-জনতার ‘জুলাই বিপ্লব’ ইতিহাসের ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জুলাই বিপ্লব ইতিহাসের একটি ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে আল্লাহ উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে আমরা কী চাষ করব, কিভাবে চাষ করব, তা আমাদের ওপর নির্ভর করবে।’</p> <p>সোমবার রাত ৮টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>জন-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষ দোয়া করছে ও চাচ্ছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতেই আসে। জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষ জামায়াতের হয়ে কাজ করতে চাওয়ার অভিব্যক্তিও তুলে ধরছে।’</p> <p>জামায়াত আমির বলেন, জামায়াত নিরেট কোনো রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক সংগঠনও নয়, আবার শুধু দাওয়াহ সংগঠনও নয়, দ্বিনের একটি পূর্ণাঙ্গ সংগঠন।</p> <p>তিনি বলেন, ‘আমরা যদি মানুষের ভালোবাসাগুলোর যত্ন নিতে পারি, তাহলে দ্বিন কায়েমে আমাদের ক্ষুধা ও পিপাসা আল্লাহ পূর্ণ করে দেবেন। আমরা আমাদের জন্য দ্বিনের বিজয় চাচ্ছি না, মুসলিম মিল্লাতের জন্য চাচ্ছি। মিল্লাত বিজয় পেলে আমরাও তার অংশীদার হব ইনশাআল্লাহ।’</p> <p>কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা প্রমুখ।</p> <p>জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে আসন্ন নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। জামায়াত নেতা আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে ব্যাবসায়িক বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তুরস্ক।</p> <p>বৈঠকে ডা. শফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।</p>