<p>কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক ছাড়াও রয়েছেন চারজন নারী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয়ের বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>এ ছাড়া নারায়ণগঞ্জে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় বৃদ্ধা নিহত, নাটোরের লালপুরে দুজন এবং হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—</p> <p>কুমিল্লা : বুড়িচংয়ে নিহতরা হলেন বুড়িচংয়ের বাকশিমুল গ্রামের অটোরিকশাচালক সাজু মিয়া (৩৮), যাত্রী আলী আহমেদ (৮০), লুত্ফা বেগম (৫৫), শাহিনুর আক্তার শানু (৩৫), সফরজান বেগম (৬৫), খোদাইধুলি গ্রামের রফিস মিয়া (৬০) এবং হোসনেয়ারা বেগম (৬৫)।</p> <p>এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পূর্বাঞ্চলীয় রেলওয়ে। এ ছাড়া নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসন ২০ হাজার টাকা করে সহায়তা দেবে বলে জানিয়েছেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার । </p> <p>কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তফা কামাল বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি বাকশিমুল গ্রাম থেকে পাশের গাজিপুর বাজারে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস চলে আসায় অটোরিকশাটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।</p> <p>তিনি বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই লেভেলক্রসিংটি অবৈধ। অটোরিকশাচালকের অসাবধানতার কারণে এতগুলো প্রাণ গেছে।</p> <p>নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে ঝালকুড়ি-করইতাল রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।</p> <p>নাটোর : লালপুর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকা পাংচার হয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে ভ্যানচালক ও ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে নাটোর-পাবনা মহাসড়কে লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত ভ্যানচালক বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে আলফু থান্দার (২৮) এবং নিহত ট্রাকচালক বাগেরহাট জেলার কচুয়ার বাসিন্দা মো. মোস্তাকিন (৪৫)।</p> <p>বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ভ্যানটির চাকা পাংচার হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর অভিমুখী সুপারি বহনকারী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে ভ্যানচালক ঘটনাস্থলে নিহত হন। ট্রাকচালক মোস্তাকিন গুরুতর আহত হয়ে ট্রাকের মধ্যে আটকা পড়েন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।</p> <p>হবিগঞ্জ : হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।</p> <p>গতকাল সকালে মাধবপুরের কাচারী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় সিএনজি অটোরিকশা যাত্রী সজল দাশ (৩০) নিহত হন। তিনি ওই উপজেলার খাটুরা গ্রামের হরিদাশের ছেলে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।</p> <p>গতকাল দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ সদর উপজেলার সিএনজি অটোরিকশাচালক সেলিম মিয়া (৫০) মারা যান। গত ২৩ নভেম্বর সিএনজি অটোরিকশা চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন।</p>