<p>চট্টগ্রামে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী নিহত হয়েছেন। এর আগে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল করে কারাগারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিজন ভ্যান আটকে দেয় তার সমর্থক ও ভক্তরা।</p> <p>আড়াই ঘণ্টা পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে চিন্ময়ের ভক্ত ও সমর্থকদের সরিয়ে দিয়ে তাকে কারাগারে নিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক, পথচারী, পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়। চিন্ময়ের সমর্থকরা ছত্রভঙ্গ হওয়ার সময় আদালতে রাখা ছয়টি গাড়ি ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ, লালদীঘির পার ও রঙ্গম কনভেনশন হল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p>এর আগে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত একটি স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে করা মামলায় গত সোমবার ঢাকা বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। গত ৩১ অক্টোবর ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিম্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। মামলায় এ পর্যন্ত চিন্ময়সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন কালের কণ্ঠকে বলেন, ‘চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সাইফুল ইসলাম আলিফকে সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’</p> <p>সকাল সাড়ে ১০টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়া হয়। দুপুর ১২টা ২০ মিনিট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি হয়। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।</p> <p>সরেজমিনে গিয়ে দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে কড়া পুলিশি পাহারায় চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিজন ভ্যানে তোলা হয়। তার ভক্তরা প্রিজন ভ্যানের আশপাশে অবস্থান নেয়। অনেকে ভ্যানের সামনে শুয়ে পড়ে। পুলিশ তাদের বারবার সরে যেতে অনুরোধ করলেও তারা শোনেনি। তারা চিন্ময় কৃষ্ণের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।</p> <p>দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশ-বিজিবি লাঠিপেটা শুরু করে। পর পর কয়টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় অবস্থানকারীরা। এর মধ্যে পুলিশ প্রিজন ভ্যানে করে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যেতে চাইলে দেখা যায় চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়েছে। পরে পুলিশের গাড়িতে করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারে নেওয়ার পথে লালদীঘি এলাকায় চিন্ময়ের ভক্তরা বিক্ষোভ করে। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয়। দায়িত্ব পালনকালে পুলিশের লাঠিপেটায় কালের কণ্ঠের ফটো সাংবাদিক রবি শঙ্কর ও কালের কণ্ঠ ডিজিটালের ক্যামেরাপারসন মেহেদি হাসান সাকিব আহত হন।</p> <p>আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধাওয়ায় চিন্ময় কৃষ্ণের ভক্ত ও সমর্থকরা ছতভঙ্গ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা আদালত প্রাঙ্গণে একটি মসজিদ কমপ্লেক্সে ইটপাটকেল ছোড়ে এবং নিচতলার একটি কক্ষের কাচ ভাঙচুর করে। এ সময় তারা ছয়টি গাড়ি ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। ভক্তরা এলোপাতাড়ি পাথর ছুড়তে থাকে।</p> <p>এক পর্যায়ে রঙ্গম সিনেমা হল এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জামাল উদ্দিনের ছেলে। এই আইনজীবীর মৃত্যুর ঘটনায় তার সহকর্মী ও সাধারণ মানুষ আদালতের প্রবেশপথ ও লালদীঘি এলাকায় বিক্ষোভ করে। সাইফুলের মৃত্যুর জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন আইনজীবীরা। তারা বলছেন, ইসকন সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে। বর্তমানে চট্টগ্রামের লালদীঘি ও রঙ্গম সিনেমা হল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।</p> <p>চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘ইসকন সমর্থকরা সাইফুলকে রঙ্গম সিনেমা হল এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করেছে। আইনজীবী হত্যার প্রতিবাদে আজ বুধবার আদালত বর্জন করা হবে।’</p> <p>চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রইস উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘চিন্ময় কৃষ্ণের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। কারাগারে পাঠিয়ে দেওয়ার সময় তার ভক্তরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান নেয়। বারবার অনুরোধ করা হলেও অবস্থানকারীরা সরে যায়নি। তারা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে প্রিজন ভ্যান আটকে রাখে। পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর পুলিশের একটি গাড়িতে করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়া হয়। কারাগারে নেওয়ার সময় চিন্ময় সমর্থকরা পুলিশের ওপর চড়াও হয়। পরে বিভিন্ন অলিগলিতে চিন্ময় সমর্থকরা মিছিল করার চেষ্টা করে। এই সময় ১০ পুলিশ সদস্য আহত হন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।’</p> <p>সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল ছাড়াও আহত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মন্নান।</p> <p>চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী স্বরূপ কান্তি নাথ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। আমরা আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের চিকিৎসাসেবা প্রদান, ধর্মীয় বিধান প্রতিপালনের নিমিত্তে খাবার সরবরাহ ও তাকে ডিভিশন দেওয়ার আবেদন করেছিলাম। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে মিস মামলা করে জামিনের আবেদন করা হয়েছে। বুধবার এটি শুনানির জন্য রয়েছে।’</p> <p> </p> <p><strong>বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় নয় : আসিফ মাহমুদ</strong></p> <p>স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সে ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>রংপুরের পীরগাছায় শীতার্তদের পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে।</p> <p> </p> <p><strong>ভারতের গভীর উদ্বেগ</strong></p> <p>চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ হওয়ার পর এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বিকেলে এক বিবৃতিতে ওই উদ্বেগ জানায়। ঢাকায় ভারতীয় হাইকমিশন তার ফেসবুক পেজে ওই বিবৃতি প্রকাশ করে।</p> <p>ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে আমলে নিয়েছি। বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের বহু হামলার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল।’</p> <p>ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘হিন্দুসহ সব সংখ্যালঘুর শান্তিপূর্ণ জমায়েত ও মত প্রকাশের স্বাধীনতাসহ তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানাই।’</p> <p> </p> <p><strong>সনাতনীদের শান্তিপূর্ণ জীবনধারা রক্ষার আহ্বান</strong></p> <p>সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবনধারা রক্ষায় প্রশাসনসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ইসকন বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় ধর্মীয় এই সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্রদাস ব্রহ্মচারী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্য সনাতনীদের গ্রেপ্তার এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।</p> <p> </p> <p><strong>এক দিনের মধ্যে চিন্ময়ের মুক্তি দাবি সনাতনী জোটের</strong></p> <p>বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে এক দিনের মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে জোটের নেতারা চলমান ‘অহিংস আন্দোলন’ আরো জোরালো করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে তারা রাজধানীর শাহবাগ ও চট্টগ্রামে আদালত চত্বরে সনাতনীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার বুধবারের মধ্যে চিন্ময় দাশকে মুক্তি দেওয়ার দাবি তুলে ধরেন। তা না হলে সারা দেশে ‘অহিংস আন্দোলন’ আরো বেগবান করার হুঁশিয়ারি দেন তিনি।</p> <p> </p> <p><strong>আইনজীবী হত্যায় জড়িদের গ্রেপ্তারে আলটিমেটাম</strong></p> <p>চট্টগ্রামে গতকাল সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আইনজীবীরা। গতকাল রাতে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল হয়েছে।</p> <p> </p> <p><strong>রাজশাহীতে মানববন্ধন, বিক্ষোভ</strong></p> <p>রাজশাহীতে গতকাল বিকেল ৩টায় নগরীর আলুপট্টিতে মানববন্ধনে চিন্ময় দাসের মুক্তি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে মানববন্ধনে অংশ্রহণকারীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।</p> <p> </p> <p><strong>খুলনায় বিক্ষোভ ও সমাবেশ</strong></p> <p>খুলনায় গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাগরণ মঞ্চ। এ সময় সংগঠনটি চার-পাঁচজন দুর্বৃত্তের হামলা, লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন বলে সংগঠনের নেতারা অভিযোগ করেছেন।</p> <p> </p> <p><strong>সিলেটে সনাতনী ছাত্রসমাজের অবস্থান কর্মসূচি</strong></p> <p>সিলেটে গতকাল সনাতনী ছাত্রসমাজের ব্যানারে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিকেল ৪টায় নগরের বন্দরবাজার কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।</p> <p> </p> <p><strong>কোটালীপাড়ায় ওসিসহ ২ পুলিশ আহত, আটক ৩</strong></p> <p>গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটালীপাড়া থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ সময় পুলিশ তিন বিক্ষোভকারীকে আটক করে।</p> <p> </p> <p><strong>নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল</strong></p> <p>নারায়ণগঞ্জে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতনী সম্প্রদায়ের লোকজন। বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। পরে শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে সমাবেশ ও সড়ক অবরোধ করেন।</p> <p>ফরিদপুরে মিছিলে পুলিশের বাধা : ফরিদপুরে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়।</p> <p> </p> <p><strong>বরগুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি</strong></p> <p>বরগুনায় গতকাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। সকাল ১১টায় বরগুনা সর্বজনীন আখড়াবাড়িতে সমাবেশ হয়। পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।</p> <p>ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ : চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সনাতনী শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করেন।</p> <p> </p> <p><strong>চিন্ময় দাসকে গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : পররাষ্ট্র মন্ত্রণালয়</strong></p> <p>বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাত সোয়া ৯টার পর এক বিজ্ঞপ্তিতে চিন্ময় দাসের গ্রেপ্তার হওয়াকে এ দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশ সরকারের নজরে এসেছে। চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাকে নিয়ে কিছু মহলের ভুল তথ্য প্রচারে বাংলাদেশ সরকার বিস্মিত ও মর্মাহত।</p> <p>বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চিন্ময় দাস বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকালের বিবৃতি কেবল অনাকাঙ্ক্ষিত নয়, প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনারও পরিপন্থী।</p> <p>সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার তুলে ধরেছে। চট্টগ্রামে গতকাল বিকেলে আইনজীবী সাইফুল আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। কর্তৃপক্ষ যেকোনো মূল্যে চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা জোরদার করেছে।</p> <p>[প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক প্রতিনিধিরা]</p> <p><img alt="বিক্ষোভ সংঘর্ষ, আইনজীবী নিহত" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/27-11-2024/2_kaler-kantho--27-11-2024.jpg" width="1000" /></p> <p>চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে।    ছবি : কালের কণ্ঠ</p>