<p>এককথায় উত্তর</p> <p>১।          প্রায়োগিক লেখার একটি উদাহরণ দাও।</p> <p>  উত্তর : রোজনামচা।</p> <p>২।          সংবাদ প্রতিবেদনের শুরুতে কী লিখতে হয়?</p> <p>  উত্তর : শিরোনাম।</p> <p>৩। ‘বিলেতে সাড়ে সাত শো দিন’ কী ধরনের রচনা?</p> <p>  উত্তর : ভ্রমণ কাহিনি।</p> <p>৪।          ‘বিলেতে সাড়ে সাত শো দিন’ রচনায় লেখক লন্ডনে কত দিনের বেশি সূর্য দেখেননি?</p> <p>  উত্তর : কুড়ি দিনের।</p> <p>৫। লন্ডনে কিসের লহরিতে সব কিছু ধুয়েমুছে যায়?</p> <p>  উত্তর : হাসির লহরিতে।</p> <p>৬।          কিসের জোরে ইংরেজরা পৃথিবীতে প্রভুত্ব করে?</p> <p>  উত্তর : ডিপ্লোম্যাসির জোরে।</p> <p>৭।          ‘আত্মস্মৃতি’ গল্প কোন ধরনের রচনা?</p> <p>  উত্তর : তথ্যমূলক রচনা।</p> <p>৮। ‘আত্মস্মৃতি’ গল্পে বিবৃত বিলের নাম কী?</p> <p>  উত্তর : বেলাই বিল।</p> <p>৯।          জালিয়ানওয়ালাবাগ কিসের নাম?</p> <p>  উত্তর : পাঞ্জাবের একটি শহরের নাম।</p> <p>১০।         ‘দুই বিঘা জমি’ কবিতায় ভগবান উপেনকে দুই বিঘার পরিবর্তে কতটুকু জায়গা দিয়েছেন বলে উল্লেখ আছে?</p> <p>  উত্তর : বিশ্বনিখিল।</p> <p>১১।         ডিক্রি শব্দের অর্থ কী?</p> <p>  উত্তর : আদালতের নির্দেশপত্র।</p> <p>১২।         বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?</p> <p>  উত্তর : সাতটি।</p> <p>১৩।         ‘এ’ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান কী?</p> <p>  উত্তর : জিভ সামনের দিকে উঁচু হয়।</p> <p>১৪।         ‘এতই’ এর উচ্চারণ লেখো।</p> <p>  উত্তর : অ্যাতোই।</p> <p>১৫।         মাথার নীল আকাশ। শূন্যস্থানে উপযুক্ত অনুসর্গ বসাও।</p> <p>  উত্তর : ওপর।</p> <p>১৬।         শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হলে, ওই শব্দাংশকে কী বলে?</p> <p>  উত্তর : লগ্নক।</p> <p>১৭।         যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকে কী বলে?</p> <p>  উত্তর : নির্দেশক।</p> <p>১৮।         বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কী বলে?</p> <p>  উত্তর : উদ্দেশ্য।</p> <p>১৯।         বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে কী বলে?</p> <p>  উত্তর : বর্গ।</p> <p>২০।         অস্ত্রসহ সৈন্যদল ‘এগিয়ে চলেছে’। বাক্যে এগিয়ে চলেছে কোন ধরনের বর্গ?</p> <p>  উত্তর : ক্রিয়া বর্গ।</p> <p>২১।         ‘পল্লী-মা’ কবিতাটি কার লেখা?</p> <p>  উত্তর : গোলাম মোস্তফা।</p> <p>২২।         ‘পল্লী-মা’ কবিতায় মা মাঠের ওপর কেমন রূপে দাঁড়িয়ে আছে?</p> <p>  উত্তর : স্নেহময়ী রূপে।</p>