<p>ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তাস্থ ‘আল মদিনা রেস্টুরেন্ট’ এবং নাম বিহীন ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪৫ ফুট পাইপ লাইনও অপসারণ করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে মো. সফিক উল্ল্যাহ নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732611819-652342394fe14027975ea1cf9a4bcdb0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450811" target="_blank"> </a></div> </div> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাসের জোন-৫, জিঞ্জিরার আওতাধীন চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী বিচারক মিল্টন রায় এই অভিযান পরিচালনা করেন।</p> <p>অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কম্প্রেসর ১টি, এমএস পাইপ ২৫ ফুট, হোস পাইপ ২০ ফুট ও দ্বিমুখী চুলা ১টি। অভিযান পরিচালনাকালে ডিজিএম, মেঢাবিবি, তিতাস গ্যাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে জব্দকৃত মালামাল ব্যবস্থাপক, বিক্রয় প্রকৌশল, জোন- ৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির জিম্মায় দেওয়া হয়েছে।</p>