<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জে নদীতে কাঁকড়া শিকারের সময় প্রকাশ্য দিবালোকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু মঞ্জু বাহিনীর সদস্যরা। গতকাল সোমবার দুপুর ১২টায় সুন্দরবনের কেওড়াতলী খালে মঞ্জু বাহিনী অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। এর আগে গত রবিবার সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিস থেকে আট জেলে কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। দুই জেলেকে জিম্মি করে অন্য জেলেদের ছেড়ে দেয় দস্যুরা। অপহৃত দুই জেলে হলেন উপজেলার সিংহড়তলী গ্রামের আক্কাজ মোড়লের ছেলে ইয়াকুব মোড়ল ও চুনকুড়ি গ্রামের রাশিদুল গাজীর ছেলে ফয়সাল গাজী। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান অপহরণের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।</span></span></span></span></p>