<p>আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্বকাপ। তবে আসর শুরুর আগে বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ভারত। কারণ এই বিশ্বকাপ আয়োজিত হবে পাকিস্তানের মাটিতে।</p> <p>ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় তাদের দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত দলের সফর আটকে দিয়েছে। ফলে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।</p> <p>ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা শৈলেন্দ্র যাদব জানান, ‘বিশ্বকাপ খেলার জন্য আমরা ২৫ দিন আগে সফরের অনুমতি চেয়েছিলাম। বিশ্বকাপ কাছাকাছি চলে এলেও অনুমতি পাইনি। তাই ফোন করেছিলাম। ওরা বলেছে অনুমতি দেওয়া হবে না, বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিতে।’</p> <p>এ ক্ষেত্রে শৈলেন্দ্র মনে করেন, ভবিষ্যতে পাকিস্তানে বড় ইভেন্ট আয়োজনের আগে আরো চিন্তাভাবনা করা উচিৎ।</p> <p>ভারতের পাশাপাশি এই বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেওয়ার গুঞ্জন আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও। </p> <p>পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট এসোসিয়েশন অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, ভারত নাম প্রত্যাহার করলেও বিশ্বকাপ যথাসময়ে অনুষ্ঠিত হবে। সংস্থার প্রধান সুলতান শাহ আরো বলেন, ‘ভারত এখনও তাদের নাম প্রত্যাহারের বিষয়ে লিখিত দেয়নি।’</p> <p>আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে দৃষ্টিহীন ক্রিকেটারদের এই বিশ্বকাপ শেষ হবে ৩ ডিসেম্বর। </p> <p>এর আগে আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে প্রবল আপত্তি জানিয়ে আসছে ভারত। তারা জানিয়েছে ভারত দলকে পাকিস্তানে পাঠাবে না। এই বিষয়ে এখনো কোনো নিষ্পত্তি হয়নি। এরই মধ্যে দৃষ্টিহীনদের বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। </p>