<p style="text-align:justify">‘ভারতে শেখ হাসিনার ইন্টারভিউ নিতেছে, হাসিনা চলে আসবে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিও প্রতিবেদনটি প্রকাশের পর থেকে প্রায় ১ কোটি ২০ লাখ বার দেখা হয়েছে। এতে মন্তব্য পড়েছে ১০ হাজারের বেশিবার।</p> <p style="text-align:justify">ভিডিওতে দেখা যায়, ‘অন্যায়ভাবে দেশে যাওয়ার পরে গ্রেপ্তার করা হয়, জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কী?’ এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলছেন, ‘জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি জনগণের সাথে রাজনীতি করি, আমি জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমি জনগণের কাছেই বিচার চাইবো।’</p> <p style="text-align:justify">তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০০৭ সালে লন্ডনে বসে দেওয়া একটি ভিন্ন সাক্ষাৎকারের ভিডিও এটি।   </p> <p style="text-align:justify">২০০৭ সালের ১ মে লন্ডন স্কুল পব ইকোনোমিকস এর বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার বক্তব্যের ভিডিও এটি। ২০০৭ সালের ১৬ মে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর ১ মিনিট ৩৫ সেকেন্ড থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত ভিডিওটির শেখ হাসিনার পোশাক ও অডিও অংশের হুবহু মিল পাওয়া যায়। </p> <p style="text-align:justify">অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে শেখ হাসিনার ভারতে বসে সাক্ষাৎকার দেওয়া কিংবা বাংলাদেশে ফেরার ঘোষণার কোনো সম্পর্ক নেই। </p>