<p>যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের দখলে থাকা ৪১ একর (১২৩ বিঘার বেশি) জমি দখল মুক্ত করেছে শার্শা উপজেলা প্রশাসন। দীর্ঘ ১৬ বছর পর সরকারি জমি উদ্ধার করা হলো। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিভিন্ন দৈনিক পত্রিকায় এ সংক্রান্তে তথ্যবহুল সংবাদ প্রকাশের পর যশোর জেলা প্রশাসকের নির্দেশে জোর দখলে সরকারি জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন।<br />  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাবিতে অটোরিকশার ধাক্কায় নিহত ছাত্রীর গায়েবানা জানাজা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732099335-8ff665a1e435de553b76c9f9e3879026.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাবিতে অটোরিকশার ধাক্কায় নিহত ছাত্রীর গায়েবানা জানাজা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/20/1448744" target="_blank"> </a></div> </div> <p><br /> স্থানীয়রা জানায়, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন গত ৪ বার ভোট চুরি করে সংসদ সদস্য হন। দীর্ঘ সময়ে ক্ষমতা থাকায় তিনি জোর করে সরকারি জমি ও অসহায় পরিবারের জমিও ভয়ভীতি দেখিয়ে জোর করে রেজিস্ট্রি করে নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভুক্তভোগিরা তাদের জমি ফিরে পাওয়ার আশায় প্রশসানের দ্বারস্থ হন। বুধবার (২০ অক্টোবর) শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজিব হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন তার দখলে থাকা ৪১ একর জমি দখলমুক্ত করা হয়। যশোরের শার্শা উপজেলার হরিণাপোতা মৌজার এক খতিয়ানে থাকা ৫৩ একর জমির মধ্যে সাবেক এমপি আফিল উদ্দীন জোরপূর্বক ৪১ একর জমি দখল করে নন। বিষয়টি কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তখন প্রশাসন নড়ে চড়ে বসে। সরকারি জমি দখলমুক্ত হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় লোকজন। জমি উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পিতৃত্বের শক্তিতে টান টান উত্তেজনার থ্রিলার ‘স্লিপলেস নাইট’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732098978-8ed3f52b7f27388c7f448ad563d4be39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পিতৃত্বের শক্তিতে টান টান উত্তেজনার থ্রিলার ‘স্লিপলেস নাইট’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/20/1448741" target="_blank"> </a></div> </div> <p>শার্শা উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা আহসান হাবিব খোকন বলেন, সরকারি জমি জোর করে সাবেক এমপি আফিলসহ তার লোকজন দীর্ঘ ১৬ বছর ভোগদখল করেছেন। আজ প্রশাসনের সহায়তায় বিপুল পরিমান জমি দখল মুক্ত করা হয়। উদ্ধার হওয়া জমি স্থানীয় গরীব মৎস চাষিদের মাঝে লিজ দিলে সরকার যেমন রাজস্ব পাবে তেমনই মাছ চাষিরা উপকৃত হবেন।</p> <p>এ বিষয়ে শার্শা উপজেলার নাভারন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাসান জহির বলেন, বিনা ভোটের এমপি শেখ আফিল উদ্দিন দীর্ঘদিন ধরে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার ক্যাডার বাহিনী দিয়ে সাধারণ মানুষের ভূমি জোর দখল ও সরকারি জমিও দখলে নিয়ে ভোগ করে আসছে গত ১৬ বছর ধরে। অনেক গরীব মানুষের জমি ভয়ভীতি দেখিয়ে স্বল্প মূল্যে নিয়েছেন। তারা তাদের জমি পেরত চেয়ে প্রশাসনের দ্বারে দ্বরে ঘুরছে। আমরা এর বিচার চাই।<br />   <br /> শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজিব হাসান বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় এই জাতীয় একটি সংবাদ প্রকাশের পর আমাদের দৃষ্টিগোচর হয়। রিপোর্ট প্রকাশের পর আমরা জানতে পারি, দীর্ঘদিন ধরে সরকারি ৪১ একর জমি অবৈধভাবে জোর দখল করে রেখেছেন সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। জেলা প্রশাসকের নির্দেশে বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আজ মঙ্গলবার সকালে দখলমুক্ত করেছি। শার্শা উপজেলায় সরকারের যত জমি দখল নিয়েছে, এই সমস্ত জমিগুলা দখলমুক্ত করবার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।</p>