<p>লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তা কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার দালাল পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ অভিযোগে পরদিন মঙ্গলবার রাতে ভুক্তভোগী জয়ান আলাী বাদী হয়ে অভিযুক্ত সামছুল গংদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।</p> <p>অভিযুক্তরা হলেন, উপজেলার দালাল পাড়া এলাকার সামছুল (৩৫), জমসের আলী (৪০), মজিদ (৪৫), মকছেদ আলী (৩০), জহর আলী (৪৫) ও বাবু (৩৫)।</p> <p>জানা গেছে, অভিযুক্ত ও ভুক্তভোগীদের বাড়ি পাশাপাশি। বাড়ির পাশের জমি নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। গত সোমবার অভিযুক্তরা জোরপূর্বক ভুক্তভোগীর জমির চারিদিকে লাগানো অর্ধশতাধিক সুপারি ও কাঁঠাল গাছ কেটে ফেলেন। এমনকি ভেকু মেশিন দিয়ে চলাচলের রাস্তা কেটে পুকুর ভরাট করে ফেলেন। এতে অভিযুক্তের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগীদের ওপর হামলার চেষ্টা চালান ও হুমকি-ধামকি দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লালমনিরহাটের ‘শীর্ষ সন্ত্রাসী হুন্ডি সুমন’ গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731362689-80c57820fbd092ba104dace20ef94c4a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লালমনিরহাটের ‘শীর্ষ সন্ত্রাসী হুন্ডি সুমন’ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445665" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে ভুক্তভোগী জয়ান আলী বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার বাবা ওই জমি ক্রয় করেন। সেই থেকে আমরা চাষাবাদ করে আসছি। আবাদের পাশাপাশি ওই জমিতে আমরা পুকুর করেছি। সেখানে মাছ চাষ করি। কিন্তু অভিযুক্তরা গত ৬ মাস আগে ওই জমিতে তাদের অংশ রয়েছে বলে দাবি করে। সেই থেকে বিবাদ চলে আসছে। সেই জেরে তারা জোরপূর্বক আমার জমির গাছপালা কেটে পুকুর ভরাট করে। এমনকি জমির সঙ্গে থাকা চলাচলের রাস্তা কেটে সমান করে ফেলে।’  </p> <p>এ বিষয়ে অভিযুক্ত সামছুল বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। আমি আমার মালিকের জমিতে চাষাবাদ করেছি। আমি তাদের গাছ, রাস্তা কাটিনি ও পুকুরও ভরাট করিনি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যাটারিচালিত যানবাহন বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732104963-8864f460ce6625d31d112312a1efb81c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যাটারিচালিত যানবাহন বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/20/1448782" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p>