<p>বাংলাদেশ বিমান বাহিনীর আন্ত ঘাঁটি অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার অ্যাথলেটিকস মাঠে সমাপনী অনুষ্ঠিত হয়। এতে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত দিনের বিভিন্ন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন।</p> <p>আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনালে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732109711-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনালে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/20/1448814" target="_blank"> </a></div> </div> <p>আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দল ১০টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে  বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার্স-আপ হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দলের এসি-২ সাব্বির প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ বিবেচিত হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্যাসিবাদীদের পুনর্বাসন ‘জনগণের সিদ্ধান্তের’ নামে চালানোর চেষ্টা হচ্ছে : আসিফ মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732109102-62bf1edb36141f114521ec4bb4175579.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্যাসিবাদীদের পুনর্বাসন ‘জনগণের সিদ্ধান্তের’ নামে চালানোর চেষ্টা হচ্ছে : আসিফ মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/20/1448812" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। গত ১৮ নভেম্বর স্বাগতিক ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। </p>