<p>র‌্যাকেট হাতে কোর্টে ঢোকার আগে হেডব্যান্ড পরতেন রাফায়েল নাদাল। আর প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে শেষবারের মতো প্রস্তুতি সারতেন শূন্যে কয়েকটা লাফ দিয়ে। যেন প্রতিদ্বন্দ্বীকে বুঝিয়ে দিতেন আমি নামছি আপনাকে ‘শেষ’ করতে।</p> <p>সব সময় যে তিনিই জিততেন এমনটা অবশ্য নয়। ক্যারিয়ারে বহুবারই তাকে প্রতিপক্ষের কাছেও ধরাশায়ী হতে হয়েছে। তবে তার সেই সব মুহূর্তগুলো এখন স্মৃতি হয়ে যাচ্ছে। চাইলেও আর তার এ সব কিছু বাস্তবে বা সরাসরি দেখার সুযোগ নেই। গতকাল রাতে যে স্প্যানিশ কিংবদন্তির পথচলাই থেমে গেছে।</p> <p><iframe align="middle" frameborder="0" height="900" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/TheTennisLetter/status/1859019568943165642" width="1000"></iframe></p> <p>দীর্ঘ ২৩ বছরের দৌড় থামিয়ে দিয়েছেন নাদাল। ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন তিনি। ডেভিস কাপেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন ২২ গ্র্যান্ড স্লামজয়ী। গতকাল ডেভিস কাপ থেকে স্পেনের বিদায়ে তার ছুটির ঘণ্টাও বেজেছে আগেভাগে। নিজেও ক্যারিয়ারের শেষ ম্যাচ জিততে পারেননি। দল এবং নিজে জিতলে হয়তো তার বিদায়টা আরেকটু দীর্ঘায়িত হতে পারত। তার ২০ বছরের ডেভিস কাপের ক্যারিয়ারে মিলে গেছেন তিনি। প্রথম ও শেষ দুই ম্যাচেই হেরেছেন তিনি।</p> <p>তবে ক্যারিয়ারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জয়, পরাজয়, ট্রফি সবকিছুকে গৌণ বলে মনে করছেন নাদাল। রেকর্ড ১৪ ফ্রেঞ্চ ওপেন জয়ীর কাছে মুখ্য বিষয় এখন সকলে যেন তাকে হৃদয়ে ঠাঁই দেয় একজন ভালো মানুষ হিসেবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাদাল বলেছেন, ‘আমার চাওয়া মানুষ আমাকে এভাবে মনে রাখুক, যে তার স্বপ্নকে ছাড়িয়ে গিয়েছিল। আমি সেই সাধারণ ছেলে, যে স্বপ্নের পেছনে ছুটেছে। যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে আমি আজ যে স্থানে দাঁড়িয়েছি। মায়োর্কার ছোট্ট এক গ্রাম থেকে আসা একজন ভালো মানুষ হিসেবে আমাকে সবাই মনে রাখুক, এমনটা চাই।’</p>