<p>রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সীমাহীন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাধারণ নাগরিকদের ব্যানারে বুধবার (২০ নভেম্বর) সকালে পাসপোর্ট অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের নানা অনিময়-দুর্নীতির চিত্র তুলে ধরেন বক্তারা। </p> <p>বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারি অনেক অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধ হলেও রাজশাহী পাসপোর্ট অফিসে এখনো ঘুষছাড়া কোনো ফাইল নড়ে না। দালাল না ধরলে পাসপোর্ট হয় না। অনেকক্ষেত্রে দালালদের টাকা দিলেও কারো কারো পাসপোর্ট হয় না। নানা অজুহাতে হয়রানি করা হয়। মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা হয়। এর পেছনে পাসপোর্ট অফিসের একটি চক্র জড়িত। তারা কৌশলে সেবাগ্রহীতাদের হয়রানি করতে থাকে, নানা ভুল ধরে। এতে বাধ্য হয়ে সাধারণ মানুষ দালালদের কাছে যান।’</p> <p>বক্তারা আরো বলেন, দালালরা সুযোগ বুঝে পাসপোর্ট প্রতি দেড়-দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন। প্রতিদিন এ পাসপোর্ট অফিসের দালালদের মাধ্যমে অন্তত তিন-পাঁচ লাখ টাকা লেনদেন হয়ে থাকে। আর টাকা না দিলে এ অফিসে সাধারণ মানুষ পাসপোর্ট করতে পারেন না। তাদের দফায় দফায় নানা ভুল ধরে ঘুরাতে থাকেন অফিসের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণও করা হয় হামেশাই। এতে ক্ষুব্ধ হয়ে এবং এ অফিসের উপপরিচালকের অপসারণের দাবিতে রাজশাহীর নাগরিকরা রাস্তায় নেমেছেন বলেও জানান তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদাবাজীর মামলায় 'বাংলা ভাই' কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732112519-30e62fddc14c05988b44e7c02788e187.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদাবাজীর মামলায় 'বাংলা ভাই' কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448826" target="_blank"> </a></div> </div> <p>জেলার বানেশ্বরের রাজন আলী অভিযোগ করে বলেন, ‘আমি পাসপোর্ট নবায়ন করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছি। এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। একের পর এক ভুল ধরে আবেদনের মূলকপি ফেরত দেওয়া হয়। আবার টাকা দিলে সব ঠিক হয়ে যায় নিমিষেই। তবে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি টাকা নেন না। টাকা নেন দালালরা। তাদের মাধ্যমে টাকা চলে কর্মকর্তা-কর্মচারীদের কাছে।</p> <p>মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আবু সাইদ, তাহাস নূর, রাশেল আলী প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজশাহীতে চিকিৎসক আটক, জরিমানা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732112033-8a6ff10d73528ba9efb92a16ea443dbe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজশাহীতে চিকিৎসক আটক, জরিমানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448825" target="_blank"> </a></div> </div> <p>তবে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজি খন্দকার বলেন, ‘রাজশাহী পাসপোর্ট অফিসে কোনো অনিয়ম হয় না। কাগজপত্র ঠিক থাকলে কাউকে হয়রানি করার সুযোগ নেই। আর বাইরে কেউ কাউকে টাকা দিলে আমাদের কিছু করার নাই।’</p>