<p>বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায়, বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান বুধবার (২০ নভেম্বর) বাফওয়ার কেন্দ্রীয় প্রাঙ্গনে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের সূচনা করেন। </p> <p>আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যাটারিচালিত যানবাহন বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732104963-8864f460ce6625d31d112312a1efb81c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যাটারিচালিত যানবাহন বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/20/1448782" target="_blank"> </a></div> </div> <p>আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীবৃন্দসহ কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্যা/সদস্য উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের অংশ হিসেবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক প্রেরিত শীতবস্ত্রসমূহ (কম্বল) পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শমশেরনগর, বরিশাল ও কক্সবাজারে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।</p>