<article> <p style="text-align: justify;">সুনামগঞ্জ জেলা সদরের দেড় শতাধিক প্রতিবন্ধী পেয়েছে বসুন্ধরা শুভসংঘের উপহার উন্নতমানের কম্বল। তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা। বিশেষ করে তাদের অভিভাবকরা বসুন্ধরা শিল্পগোষ্ঠীকে হাওরাঞ্চলের অবহেলিত মানুষের পাশে বেশি করে মানবিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। সুনামগঞ্জ পৌর শহরের আজাদ হোসেন তাঁর ১১ বছরের প্রতিবন্ধী ছেলে ওমর হোসেনকে নিয়ে বসুন্ধরা শুভসংঘের কম্বল নিতে এসেছিলেন।</p> </article> <article> <p style="text-align: justify;">শারীরিক প্রতিবন্ধী ওমর তীব্র শীতের মধ্যে অন্যদের সঙ্গে বসেছিল। তাকে যখন শুভসংঘের সদস্যরা কম্বল উপহার দেন তখন তৃপ্তির হাসি ছিল তার চোখে-মুখে। তার বাবা আজাদ হোসেন বলেন, ‘এবার সুনামগঞ্জে শীত পড়েছে বেশি। শীতবস্ত্রের অভাবে গরিব মানুষজন খুব কষ্ট পাচ্ছে।</p> </article> <article> <p style="text-align: justify;">এই সময় বসুন্ধরা শুভসংঘ কম্বল উপহার দেওয়ায় আমরা অনেক খুশি।’ একই শহরের নবীনগরের ছয় বছরের শারীরিক প্রতিবন্ধী বন্ধন বর্মণের বাবা নিপু বর্মণ বলেন, ‘আমরা দিনমজুর মানুষ। শহরে ভাসমানভাবে বসবাস করি। কোনো সহযোগিতা পাই না।</p> </article> <article> <p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘ আমার ছেলেকে একটি উন্নতমানের কম্বল দিল। শীতের সময়ে এই কম্বলটি খুব কাজে দিয়েছে। আমরা প্রার্থনা করি বসুন্ধরা গ্রুপের জন্য। তারা বারবার আমাদের গরিবদের মাঝে সহযোগিতা নিয়ে আসুক।</p> </article>