<p>মিসরে মঙ্গলবার প্রশিক্ষণ মহড়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমানবাহিনীর দুজন কর্মকর্তা নিহত হয়েছেন। মিসরীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।</p> <p>সেনাবাহিনীর মুখপাত্র গরিব আবদেল হাফেজ তার অফিশিয়াল ফেসবুক পেজে জানান, সুয়েজ প্রদেশের শালুফা শহরে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।</p> <p>তবে মুখপাত্র বিমানটির প্রস্তুতকারক বা মডেল সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। মিসরীয় বিমানবাহিনী ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তৈরি বিমান ব্যবহার করে।</p> <p>এর আগে ২০২২ সালের নভেম্বরে দেশটিতে সামরিক মহড়ার সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। তবে সেই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে সেনাবাহিনী জানিয়েছিল। এ ছাড়া ২০১৯ সালের ডিসেম্বরে প্রশিক্ষণ মহড়ার সময় আরেকটি বিমান বিধ্বস্ত হয়। তবে সেই সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।</p> <p>সূত্র : এএফপি</p>