<p style="text-align:justify">চাঁদপুরে রাষ্ট্রদ্রোহী উসকানিমূলক কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর সঙ্গে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চারজন ওয়ার্ড মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">গ্রেপ্তাররা হলেন- চান্দ্রা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাজা আহমদ পাটোয়ারী (৬৫), ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আলী আহমদ (৬০), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম (৬৯)।</p> <p style="text-align:justify">চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশেদুল হক চৌধুরী জানান, গত ১৫ আগস্ট রাষ্ট্রদ্রোহী উসকানিমূলক কর্মকাণ্ড এবং নাশকতার অভিযোগ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p style="text-align:justify">চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, যেকোনো অপরাধ নির্মূলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকা থাকবে। একইসঙ্গে জনমনে স্বস্তি ফেরাতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে পুলিশ। </p> <p style="text-align:justify">এদিকে, জননিরাপত্তা বিঘ্ন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় গ্রেপ্তার হওয়া আসামিদের পুলিশি নিরাপত্তায় জেলহাজতে পাঠানো হয়েছে।</p>