<p>ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টসপল্লীর একটি পোশাকের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি শো-রুমের মালামাল পুড়ে ছাঁই ও আশেপাশের বেশ কয়েকটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।</p> <p>বুধবার (২০ নভেম্বর ) সকাল ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর গার্মেন্টসপল্লী এলাকার টোকিও টাওয়ারের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। </p> <p>টোকিও টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আল আমিন জানান, মার্কেটে নিচ তলায় রবিউল গার্মেন্টসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বেড়ে গিয়ে পাশের রিফাত গার্মেন্টসের দুটি শোরুমে আগুন লেগে যায়। স্থানীয় ও মার্কেটের লোকজন অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p>তিনি আরো জানান, শীতের মৌসুম শুরু হওয়ায় প্রত্যেকটা দোকানেই ভরপুর শীতের পোশাক ছিল। আগুনে তিনটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে মালামালের অনেক ক্ষতি হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732105768-032b2cc936860b03048302d991c3498f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/20/1448791" target="_blank"> </a></div> </div> <p>কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মার্কেটের রিজার্ভ ট্যাংকের সামনেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় পানির স্বল্পতা দেখা দিয়েছে। পার্শ্ববর্তী মসজিদের পাম্প থেকে পানি সরবরাহ করতে হয়েছে। তাই আগুন নেভাতে একটু সময় লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।</p>