<p>গাজীপুরে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত দেড়টার দিকে মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকার ইন্টারপ্যাক প্যাকেজিং কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p>ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টুন তৈরি করা হত। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে : আবুল কালাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732077656-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠন করবে : আবুল কালাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448641" target="_blank"> </a></div> </div> <p>কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরিকৃত মাল মজুদ ছিল। ওইসব মাল আজ বুধবার ডেলিভারি দেওয়ার কথা ছিল। এ ছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।</p>