<p>অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করছেন ড. মুহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে এটি তাঁর প্রথম বৈঠক।</p> <p>আজ বুধবার সকালে সচিবালয়ের ছয় নং ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। </p> <p>জানা গেছে, এদিন প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অভ্যর্থনা জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা। </p> <p>গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।</p> <p>এদিকে প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে সচিবালয়সহ আশেপাশের এলাকায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ব্যতীত অন্য কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থী প্রবেশও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।<br />  </p>