<p style="text-align:justify">বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা সেই শিশুর লাশ পাওয়া গেছে ড়ুামের একটি পুকুরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে।</p> <p style="text-align:justify">শিশুটির নাম আরবী আক্তার। সে গোকুল সরকার পাড়া গ্রামের কাজল মিয়ার মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে বসে শেখ হাসিনার সাক্ষাৎকার— দাবিতে প্রচারিত ভিডিওটি কি আসল?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732092709-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে বসে শেখ হাসিনার সাক্ষাৎকার— দাবিতে প্রচারিত ভিডিওটি কি আসল?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/11/20/1448710" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ওসি এসএম মঈনুদ্দিন বলেন, আরবী আক্তার নামের শিশুটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। বিকেলের দিকে কয়েকটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। </p> <p style="text-align:justify">পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফোন নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে। এগুলো পর্যবেক্ষণ করে অনুমান করা হয় ফেসবুকে পোস্ট দেখে প্রতারক চক্র টাকা হাতানোর জন্য ফোন করেছিল। এরই মধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পরিচালনায় হাতেখড়ি ছেলে আরিয়ানের, গর্বিত শাহরুখ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732093190-3097f993c60e274d21599ff360295900.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পরিচালনায় হাতেখড়ি ছেলে আরিয়ানের, গর্বিত শাহরুখ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/20/1448712" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শিশুটি মৃগী রোগী ছিল। ধারণা করা হচ্ছে খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।<br />  </p>