<p style="text-align:justify">নীলফামারীতে মোটরসাইকেল থেকে পড়ে মেহের নেগার মেঘলা (৪৫) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের পাঁচমাথা মোড়ে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">তিনি সদর উপজেলার চাপড়া সরমজামী ইউনিয়নের যাদুরহাট গ্রামের রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী।</p> <p style="text-align:justify">পারিবারিক সূত্র জানায়, যাদুরহাট সোনামণি কেজি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন মেহের নেগার মেঘলা। শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। সেখান থেকে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতেন। আজ বুধবার সকালে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বামী রাশেদুল ইসলাম সেলিমের মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মেঘলা। পথে জ্বালানি নেওয়ার জন্য একটি পেট্রলপাম্পে যান। সম্ভবত সেখান থেকে রওনা হওয়ার সময় মোটরসাইকেলের স্ট্যান্ড তুলতে ভুলে যান রাশেদুল। পাঁচমাথা মোড়ে এসে ওই স্ট্যান্ডে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে মাথায় আঘাত পান মেঘলা। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেঘলাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আবতাবুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।’</p> <p style="text-align:justify">নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’</p>