<p>ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার কর্তৃক তদন্ত এবং পরবর্তী সময়ে সরকারের নির্দেশে গঠিত প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।</p> <p>বুধবার (২০ নভেম্বর) সকালে কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732107762-ca538c343179bf0fbdfab6cd10469afd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টুঙ্গিপাড়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/20/1448804" target="_blank"> </a></div> </div> <p>প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ফরিদা খানম। সদস্যসচিব হলেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অন্য দুই সদস্য হচ্ছেন দৈনিক কালের কণ্ঠ’র চট্টগ্রামের ব্যুরোপ্রধান মুস্তফা নঈম ও গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের ব্যুরোপ্রধান গোলাম মওলা মুরাদ।<br />  <br /> দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ফের সচল হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ক্লাবের স্থায়ী সদস্যদের মাঝে। </p> <p>ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রথম সভা বুধবার বিকেলে আহ্বায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র-জনতার গণ-আন্দোলন-পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সৃষ্টি সংকট নিরসনে সরকারের নির্দেশে তদন্ত কার্যক্রম-পরবর্তী প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটি গঠনের পূর্ববর্তী সংশ্লিষ্ট সব কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়। </p> <p>অগ্রণী ব্যাংক প্রেস ক্লাব শাখায় ক্লাবের চলমান সব ব্যাংকের হিসাব পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।</p> <p>চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদ প্রদান ও স্থায়ী সদস্যদের যাচাই-বাছাইপূর্বক সদস্য পদ বিষয়ক চার সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। </p> <p>সভায় সদস্যসচিব জাহিদুল করিম কচি, মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ উপস্থিত ছিলেন।</p>