<p>মালয়েশিয়া যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. মহিউদ্দিন সাকিব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বোয়ালখালী থানায় একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।</p> <p>সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে রাতে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।</p> <p>মহিউদ্দিন সাকিব চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম শাকপুরা মনার বাপের টেক এলাকার আব্দুল মোনাফের ছেলে।</p> <p>বোয়ালখালী থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বাকপ্রতিবন্ধী শিশুকে বাসায় রেখে কর্মস্থলে যান মা। রাতে বাসায় এসে শিশুকে অসুস্থ দেখেন। জিজ্ঞাসা করলে শিশুটি অঙ্গভঙ্গির মাধ্যমে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায় এবং মহিউদ্দিন সাকিবের কথা বলে।</p> <p>ভুক্তভোগীর মা বলেন, ‘ঘটনার পর বাকপ্রতিবন্ধী মেয়েকে আত্মীয় স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান। চিকিৎসা শেষে বোয়ালখালী থানায় মহিউদ্দিন সাকিবের বিরুদ্ধে মামলা করি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায়, সাশ্রয় হবে ২৫০ কোটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731466977-58505a548de60673a483cd9cbabba010.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রাম থেকে পাইপলাইনে তেল আসবে ঢাকায়, সাশ্রয় হবে ২৫০ কোটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446074" target="_blank"> </a></div> </div> <p>বোয়ালখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মাঈন উদ্দিন ভুঁইয়া বলেন, ‘মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক ছিলেন। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন তাই আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বরাবর চিঠি প্রেরণ করি। এরই প্রেক্ষিতে সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসার ও ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এরপর রাতে তাকে আমাদের কাছে হস্তান্তর করেন।’</p> <p>বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মালয়েশিয়া যাওয়ার সময় ধর্ষণ মামলার আসামি মহিউদ্দিন সাকিবকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে বোয়ালখালী থানার মাধ্যমে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।</p>