<p>শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হলে, তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার হবে না কেন? </p> <p>মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজশাহী নগরীর রাণীবাজার মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>আবদুস সালাম আরো বলেন, রাষ্ট্রের সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে। যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানালাম, তা হবে না। এসব করার জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি।</p> <p>দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। দেশে উন্নয়ন সম্ভব না।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এরশাদ ইশা, সদস্যসচিব মামুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন, নুরুজ্জামান টিটু, মনিরুজ্জামান শরিফ প্রমুখ।</p>