<p>হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৫০০ টাকা উদ্ধার করা হয়।</p> <p>মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুরের মোহনপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ২৫ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সংস্কার কমিটির কাছে ‘জন-আকাঙ্ক্ষাভিত্তিক সুপারিশ’ প্রণয়নের দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732025546-87940b8e566176a045897fa888583f31.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সংস্কার কমিটির কাছে ‘জন-আকাঙ্ক্ষাভিত্তিক সুপারিশ’ প্রণয়নের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/19/1448433" target="_blank"> </a></div> </div> <p>আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাসের ছেলে কামদেব দাস (৪৫), হবিগগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের মনিন্দ দাসের স্ত্রী মায়া রাণী দাস (৪৫), তার মেয়ে মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাসের মেয়ে স্বপ্না রাণী দাস (৩০) এবং কিশোরগঞ্জ জেলার বায়েজিদপুর উপজেলার বায়েজিদপুর গ্রামের মৃত গৌরঙ্গ দাসের ছেলে সুকেন দাস (১৯)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্যাম্পাসে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল : নাসির উদ্দিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732026019-30e62fddc14c05988b44e7c02788e187.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্যাম্পাসে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল : নাসির উদ্দিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/19/1448434" target="_blank"> </a></div> </div> <p>বিজিবি জানায়, আটকরা গৃহকর্মী ও কৃষি কাজের জন্য অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১ লাখ ৬৫০০ টাকা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান।</p> <p>মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হবে।</p>