<p style="text-align:justify">মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের পরদিন নূরজাহান বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বোয়ালী পাড়া বাড়ির পাশে ফসলের মাঠে ঘাসের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">নুরজাহান বেগম ওই এলাকার একলাস উদ্দিনের স্ত্রী ও তিন সন্তানের জননী। শিবালয় থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।</p> <p style="text-align:justify">নিহতের স্বামী একলাস উদ্দিন বলেন, ‘সোমবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। রাত ৯টার দিকে নুরজাহান বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় বাড়ির সবাই তাকে খোঁজাখুঁজি করি। পরের দিন মঙ্গলবার বিভিন্ন জায়গায় তাকে অনেক খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। হঠাৎ দুপুরের দিকে প্রতিবেশী একজন ঘাস কাটতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। পরে সেখানে গিয়ে নুরজাহান বেগমকে গলা কাটা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ বিবস্ত্র অবস্থায় পরে থাকতে দেখি। বিকেলের দিকে পুলিশ লাশ উদ্ধার করে।’</p> <p style="text-align:justify">শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলা কাটাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>